কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপি ও সমমনাদের গণতন্ত্র পুনরুদ্ধার প্রকল্প

কালের কণ্ঠ আবদুল মান্নান প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৭

সাধারণ সময়ে আমার খুব বেশি টিভি দেখা হয় না। কিন্তু এই করোনাকালে যেহেতু দীর্ঘদিন স্বেচ্ছায় গৃহবন্দি, সেহেতু কাজের ফাঁকে রাতে একটি টিভি চ্যানেলের মাঝে মাঝে একটি আলোচনা অনুষ্ঠান বা টক শো দেখি ও শুনি। কয়েক দিন আগে এমন একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে বিএনপির একজন আইনজীবী নেতা এসেছিলেন। বিষয় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কী। রেওয়াজ অনুযায়ী টিভির এ ধরনের কোনো অনুষ্ঠানে একজন বিএনপির নেতা অংশগ্রহণ করলে তাঁর প্রতিপক্ষ হিসেবে একজন আওয়ামী লীগের নেতাও থাকা চাই। এতে নাকি অনুষ্ঠানের ভারসাম্য রক্ষা করা হয়। কোনো কোনো অনুষ্ঠান বেশ আনন্দদায়ক হয়, কারণ যিনি কথা বলছেন তিনি কী নিয়ে কথা বলছেন তা বুঝতে কষ্ট হয়। আবার দু-একজন অংশগ্রহণকারী আছেন, তাঁরা কথায় কথায় সঞ্চালককে ধমক দেন আর বলেন, তাদের অনুষ্ঠানে তিনি আর কখনো আসবেন না। কিন্তু ডাক পেলে ঠিকই আসেন। সেদিনের অনুষ্ঠানে বিএনপির সেই আইনজীবীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা মনে করিয়ে দিলেন যে বিএনপির জন্ম সেনাছাউনিতে, সে কারণে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি নেতা বেশ উত্তেজিত হয়ে বলেন, সেনাছাউনিতে হয়েছে তাতে কোনো সমস্যা নেই, বাঈজি বাড়িতে তো আর হয়নি। তাঁর এ কথার অর্থ কী, তা অনুধাবন করা গেল না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও