বিশ্ববিদ্যালয় আগে খুলবে, না পরে
বাংলাদেশের জনগণের এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ কী? চ্যালেঞ্জ হলো করোনা থেকে মুক্তি পাওয়া। কীভাবে ও কত দিনে মুক্তি মিলবে, কেউ জানে না। সে ক্ষেত্রে করোনার সঙ্গে খাপ খাইয়েই আমাদের চলতে হবে। চ্যালেঞ্জ হলো করোনার কারণে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের চাকরির ব্যবস্থা করা, যাঁরা নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন, তাঁদের দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসা।
চ্যালেঞ্জ হলো শিল্প, ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতি ও জনজীবন স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার যে বিরাট ক্ষতি হয়েছে, যত দ্রুত সম্ভব তা কাটিয়ে ওঠা।