শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য যা করতে হবে

সমকাল রণেশ মৈত্র প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১

৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। ইতোমধ্যে টিকা গ্রহণকারীর বয়স কমিয়ে ১৮ বছরে নামানো হয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, বেশিরভাগই শিক্ষকই টিকা নিয়েছেন এবং ১২ বছর বয়সীদেরও টিকার আওতায় আনা হবে। সরকারের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। দীর্ঘ দেড় বছর ধরে করোনা মহামারিজনিত কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ না রেখেও যেমন উপায় ছিল না, তেমনি আবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার বিকল্প এবং কার্যকর পথ খুঁজে বের করতে সরকার সময়মতো যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। ফলে শিক্ষার্থীরা সব পর্যায়েই সীমাহীন ক্ষতির শিকার হয়েছে। এ ক্ষতি এত সহজে পূরণ হওয়ার নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও