সম্ভাবনার নতুন দ্বার ‘হাওর পর্যটন’

ইত্তেফাক ড. সন্তোষ কুমার দেব প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬

প্রাকৃতিক নৈসর্গ ও অফুরন্ত বহুমাত্রিক সৌন্দর্যের লীলাভূমিখ্যাত বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি পরতে পরতে রয়েছে পাহাড়, পর্বত, নদী-নালা ও হাওরের নির্মল ও সজীব উজ্জ্বলতার ছোঁয়া। প্রকৃতির অপরূপ সৃষ্টি হাওরের প্রতিটি ক্ষণ পর্যটকদের কাছে উপভোগ্য। হাওর অঞ্চলের সবুজের সমারোহ ও সাগরসদৃশ বিস্তীর্ণ জলরাশির অপরূপ মহিমা দেশি ও বিদেশি পর্যটকদের মুগ্ধ করে। মৌসুমি ফসল ও প্রকৃতির নবরূপ এবং হাওর অঞ্চলের মানুষের প্রকৃতিবান্ধব সরলতায় ভরপুর ব্যস্ত জীবন-জীবিকার চিত্র এখন গ্রামীণ পর্যটন উন্নয়নের এক নতুন ধাপ। হাওর পর্যটন বিগত এক দশক আগেও বাংলাদেশের পর্যটনে এতটা আকর্ষণ ছিল না। মানুষ এখন প্রকৃতিমুখী এবং গ্রামমুখী। প্রকৃতি ও গ্রামের সম্মিলিত সন্নিবেশ তদুপরি বিস্তীর্ণ জলরাশির সৌন্দর্য হাওয়া পর্যটনের আকর্ষণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও