মরণযাত্রার নেপথ্যের কারণ

সমকাল ড. তাসনিম সিদ্দিকী প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫২

বেশ কিছুদিন আগে জেনেভায় 'এথিক্যাল রিক্রুটমেন্ট' বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিয়েছিলাম। সেই সময় বেশকিছু অনিয়মিত অভিবাসীর সঙ্গে গভীরভাবে মেশার সুযোগ হয়। তাদের প্রথম অভিযোগ আমার প্রতি ছিল এ রকম- 'আপনি তো এখানে এসেছেন আমাদের আসা বন্ধ করতে।' তারা আরও বললেন, আপনি যে রিক্রুটমেন্টকে আনএথিক্যাল বলছেন, সেই রিক্রুটমেন্ট যারা করায় (দালাল), তাদের জন্যই আজ আমরা এখানে আসতে পেরেছি এবং খুব ভালো আছি।


আমাদের কখনও মনে হয় না যে, অনিয়মিত পথে আমাদের বিদেশে আসা ভুল ছিল। তাদের একজন জানান, তিনি বিভিন্ন দেশ ঘুরে ফ্রান্স সীমান্ত দিয়ে সুইজারল্যান্ডে প্রবেশ করেছেন। এই যাত্রাপথে তার দুই থেকে তিন বছর সময় লেগেছে। তার স্ত্রী বলেন, সুইজারল্যান্ডে থাকার অন্য কোনো উপায় নেই বিধায় আমার স্বামী এক সুইস নারীকে 'কন্ট্রাক্ট ম্যারেজ' করেন। কন্ট্রাক্ট ম্যারেজের শর্তানুযায়ী ছয় বছর সেই নারীর খরচ বহন করেন। পরে ওই সুইস নারীর স্বামী হিসেবে তিনি সুইজারল্যান্ডের নাগরিকত্ব লাভ করেন। তারপর সেই সুইস নারীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে আমাকে পুনরায় বিয়ে করে এদেশে নিয়ে আসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও