শহর কেন গতিহীন?
রবিবার আসছে। শুরু হবে নতুন কর্ম সপ্তাহ। কর্মযজ্ঞে ঝাঁপ দেওয়ার নকশা তৈরি করতে গিয়ে কূল-কিনারা পাচ্ছি না। সপ্তাহের কাজ সপ্তাহে তুলে আনতে পারবো কিনা এনিয়ে শঙ্কা বিস্তর। করোনার জন্যে আরোপ করা লকডাউন তুলে নেওয়ার পর, ঢাকা শহরের বাসিন্দা হিসেবে অভিজ্ঞতা ভয়ংকর। হাঁটাপথে দশ মিনিটের গন্তব্যে দেড় ঘণ্টায় পৌঁছানোর রেকর্ড আছে।
বিমান বন্দর সড়ক, ধানমণ্ডি, গুলশানসহ শহরের অলিগলি ছিল যানজটে স্থবির। যানজটের কারণেই বকেয়া রয়ে গেছে অনেক কাজ। গত সপ্তাহের অভিজ্ঞতায় বলতে পারি নতুন কাজ নয়, পুরনো কাজই এ সপ্তাহে শেষ করা সম্ভব হবে না। কারণ এই শহরে একটি কাজ নিয়ে বের হলে দ্বিতীয় কাজটি শুরু করা সৌভাগ্যের ব্যাপার। এমন ভাগ্যবান নাগরিক শহরে দুর্লভ।