কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণ

প্রথম আলো মিরপুর থানা সম্পাদকীয় প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১, ০৯:৩৫

রাজধানীর মিরপুরে গ্যাসলাইন বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক। গত বুধবার রাত ১১টার দিকে মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়ির গ্যাসলাইন মেরামত করার সময় এ বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দেশের গ্যাস সরবরাহ লাইন ও সংযোগ কতটা ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ।


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বাসাবাড়িতে গ্যাসলাইন বসানোর কাজ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কিন্তু তারা একবার লাইন বসানো ও সংযোগ দেওয়ার পর খোঁজও নেয় না, সেটি কী অবস্থায় আছে। অনেক সময় গ্রাহকেরা তাদের সহায়তা চেয়েও পান না। বাধ্য হয়ে তাঁরা আনাড়ি মিস্ত্রিকে দিয়ে মেরামতের কাজ করান এবং দুর্ঘটনা ঘটে। গত ২৭ জুন মগবাজার ওয়্যারলেস এলাকায় একটি তিনতলা ভবনে হঠাৎ বিকট শব্দের বিস্ফোরণে পুরো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে আটজনের মৃত্যু হয়। তদন্তে জানা গেছে, মাটির নিচে গ্যাসলাইন লিকেজ হয়ে গ্যাস জমে এ দুর্ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও