শোকাবহ আগস্ট এবং প্রজন্মের দায়
শুধু বাঙালি জাতির নয় বরং বিশ্বের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল ১৯৭৫ সালের আগস্ট মাসে। এই মাসেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বাঙালি জাতির মুক্তিদাতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার।
বঙ্গবন্ধু শুধু বিশ্বের বুকে বাঙালি জাতির মুক্তির মহানায়ক হিসেবেই সীমাবদ্ধ নন, তিনি এই হত্যাকাণ্ডের পূর্বেই হয়ে উঠেছিলেন সারা বিশ্বের শোষিত ও নিপীড়িত মানুষের কান্ডারি ও মুক্তিদূত। কায়েমী স্বার্থবাদী শোষক শ্রেণির বিরুদ্ধে তাঁর তর্জনী, সংগ্রাম ও দৃঢ় অবস্থান মুক্তিকামী মানুষের জন্য ছিল আলোর দিশা।
পুঁজিবাদী ও সাম্প্রদায়িক শক্তিকে পুঁজিকারী কায়েমী গোষ্ঠী তাঁর অগ্রযাত্রা ও সাফল্যে ভীত হয়ে উঠেছিল, আর তাদেরই নীলনকশার বলি হতে হয় বঙ্গবন্ধু পরিবারের প্রায় সবাইকে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল উদ্দেশ্য কেবল ব্যক্তি মুজিবকে হত্যা নয় বরং তাঁর আদর্শকে হত্যার চেষ্টাও।