স্মরণ: সোনার বাংলার স্বপ্ন দেখতেন আইভি রহমান
হঠাৎ বিকট শব্দ! বিস্ফোরণ! একের পর এক গ্রেনেড নিক্ষেপ। যখন বিস্ফোরণের শব্দ থামল, তখন চারদিকে নিস্তব্ধতা। সবাই জ্ঞানশূন্য, কিংকর্তব্যবিমূঢ়, দিশাহারা। ভয়, কান্না, আর্তচিৎকার, কাকুতি-মিনতির হাহাকার। কারো হাত, কারো পা, কারো নিথর-নিস্তব্ধ দেহ ছিন্ন-বিচ্ছিন্নভাবে পড়ে আছে। বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশস্থল থেকে নিশ্চল-নীরব আইভি রহমানকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালেও তখন হতাহত মানুষ, লাশের সারি।
- ট্যাগ:
- মতামত
- সোনার বার
- স্বপ্ন দেখি
- আইভি রহমান