টিকা না নেওয়া কি শাস্তিযোগ্য অপরাধ?
গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে এবং সেটি কীভাবে গঠন করতে হয়, তা নিয়ে সম্যক ধারণা রাখে এ দেশের কতজন শিক্ষিত নাগরিক? বাদ দেই সম্যক ধারণা রাখার কথা, মোটামুটি প্রাথমিক ধারণা রাখে কতজন?
‘শিক্ষিত মানুষ’ বলে আমরা যাদের বোঝাই, তাদের সবারই কিছু সার্টিফিকেট আছে, এর বেশি কিছু জ্ঞান অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে থাকে না। তাই নাগরিকরা অনেক সময় বুঝতে ভুল করেন ভাবাবেগ দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। তাই নানা ঘটনায় নাগরিকদের ভাবাবেগপূর্ণ আচরণ আমাদের দেশে স্বাভাবিক ঘটনা। কিন্তু একটা রাষ্ট্রের বেসিক যদি না বুঝে থাকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তাহলে সেটা সেই জাতির জন্য এক কথায় মর্মান্তিক।