ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হওয়াই কাম্য
বাংলাদেশ থেকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি চিরতরে বন্ধ করার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা আবশ্যক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত ১০ আগস্ট আওয়ামী লীগের মুখপত্র ‘উত্তরণ’ আয়োজিত ‘শোকাবহ আগস্ট : ইতিহাসের কালো অধ্যায়’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা, ওই বছরের ৩ নভেম্বর কারা অন্তরালে জাতীয় চার নেতাকে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার উল্লেখ করেন। তবে ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ব্যাপারে তিনি কিছু বলেননি।