পরীমণি, রাতের রানী ও আমাদের মানসিকতা

ঢাকা পোষ্ট অদিতি ফাল্গুনী প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ০৯:৫২

১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে শুলামিথ ফায়ারস্টোন, ক্যাথি সারাচাইল্ড, প্যাট্রিসিয়া মেইনার্ডি, বারবারা লিওন, লুসিন্ডা সিজলার, আইরিন পেসলিকিস বা অ্যালিক্স কেটস শুলম্যানের মতো নামী নারীবাদীদের নেতৃত্বে ‘রেড স্টকিংস (লাল মোজা)’ আন্দোলন নামে একটি আন্দোলনের সূচনা হয়েছিল।


আন্দোলনের নাম কেন ‘লাল মোজা’ রাখা হয়েছিল? কারণ পশ্চিমা সভ্যতাতেও বাড়ির ভালো মেয়েরা বাইরে যাওয়ার সময় পরে ‘ব্লু স্টকিংস’ বা ‘নীল মোজা’। লাল মোজা পরে রেড লাইট এরিয়ার মেয়ে বা দেহ পসারিণী, কল গার্ল বা ভ্রাম্যমাণ যৌনকর্মীরা। শুলামিথ ফায়ারস্টোনরা আঘাত হানলেন সোজা সেই ধারণাতেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও