সশস্ত্র গোষ্ঠী তালেবান বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নিতে যত অগ্রসর হচ্ছে, আফগান সরকারের সঙ্গে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন তত সামনে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মূলত এ প্রশ্নকে সামনে নিয়ে আসছে। এশিয়ার পরাশক্তি চীনের কণ্ঠেও দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার বারতা। পশ্চিমা মিডিয়া ও তাদের বুদ্ধিজীবীদের আফগান ও তালেবান প্রশ্নে ভাষা, শব্দচয়ন ও বিশ্লেষণও নাটকীয়ভাবে বদলে গেছে। এত দিন তাদের কাছে অতিচেনা সশস্ত্র সন্ত্রাসবাদী গোষ্ঠী এখন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
তালেবানের কূটনৈতিক সাফল্য পশ্চিমা বিশ্লেষকদের প্রশংসায় ভাসছে। কী এমন জাদুবলে ২০ বছরের সন্ত্রাসবাদী গোষ্ঠী থেকে তালেবানরা ঝানু রাজনৈতিক শক্তি হয়ে গেল? আফগানিস্তানের ভাগ্যে আসলে কী ঘটতে চলেছে?