কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গা প্রশ্নে বিশ্বব্যাংক: কী করবে বাংলাদেশ?

জাগো নিউজ ২৪ এরশাদুল আলম প্রিন্স প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১০:১৭

‘উদোর পিন্ডি বুদোর ঘাড়ে’ চাপানো বলতে একটি কথা আছে। সম্প্রতি বিশ্বব্যাংক ‘রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক’-নামে একটি পলিসি গ্রহণ করেছে। এই পলিসি অনুযায়ী রোহিঙ্গাদের নাগরিকের সমমর্যাদা দিলে তারা বাংলাদেশকে ঋণ দেবে। ঋণের অন্যতম শর্ত হচ্ছে রোহিঙ্গাদের স্থানীয় বাজারসহ দেশের সর্বত্র অবাধে চলাচলের সুযোগ দিতে হবে ও তাদের বাংলা ভাষায় শিক্ষাদানেরও সুযোগ দিতে হবে।


রোহিঙ্গাদের বাংলাদেশে অন্তর্ভুক্তিকরণের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র নতুন কিছু নয়। এ ষড়যন্ত্রে বর্তমানে শুধু মিয়ানমার একাই অংশীদার না, বিশ্বব্যাংক ও অন্যান্য বিশ্বসংস্থাও এই ষড়যন্ত্রে যোগ দিয়েছে। রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে জাতিসংঘ, রিফিউজিসংস্থাসহ অন্যান্য কোনো বিশ্বসংস্থাই মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে এগিয়ে আসেনি। দায়সারা গোছের নিন্দা ও প্রতিক্রিয়া ব্যক্ত করার মধ্য দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও