কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিজার্ভ বাড়াতে এবার বিশ্ব ব্যাংকের বাড়তি বাজেট সহায়তায় নজর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭

ডলার সঙ্কট ও রিজার্ভ ক্ষয়ের চাপ কমাতে বিশ্ব ব্যাংকের কাছে বাড়তি ২৫ কোটি ডলার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। 


উন্নয়ন সহযোগী সংস্থাটির কাছে মোট ৫০ কোটি ডলার ঋণ চেয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।  


অর্থনীতির ধীরগতি কাটানোর মাধ্যমে স্থিতিশীলতা রক্ষা এবং বৈদেশিক মুদ্রার স্থিতি শক্তিশালী রাখতে ‘সেকেন্ড রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট’ প্রকল্পের আওতায় এ ঋণ চাওয়া হয়েছে। 


কর্মকর্তাদের আশা, বিশ্ব ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদনের পর চলতি অর্থবছরের মধ্যে এ নিয়ে সংস্থাটির সঙ্গে চূড়ান্ত চুক্তি হবে। 


এ বিষয়ে বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন এ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, “চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য সেকেন্ড রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট প্রকল্পের অনুমোদন বিশ্ব ব্যাংক বোর্ডে বিবেচনার কথা রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও