![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/1E82/production/_119801870_01_overall-winner-and-winner-of-people-category-rosie-hallam.jpg)
প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত প্রকৃতি আর মানুষের কিছু অসাধারণ ছবি
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ২২:৪০
আর্থ ২০২১ ফটো প্রতিযোগিতায় জয়ী হয়েছে শিক্ষার হাত ধরে একটি ইথিওপিয়ান পরিবারের জীবন পথে এগিয়ে যাওয়ার ছবি।
'শিক্ষার অধিকার' এই শিরোনামে রোজি হ্যালামের তোলা তিনটি ছবির উপরের এই সেটটি প্রতিযোগিতায় প্রথম হয়েছে, পাশাপাশি 'পিপল' বা মানুষ নিয়ে ছবির বিশেষ বিভাগেও এটি প্রথম হয়েছে।
এই সেটের তিনটি ছবিতে দেখা যাচ্ছে একটি পরিবারের কন্যা সন্তান সেলামোকে, যে প্রাথমিক স্তর পার করেও স্কুলে যাওয়া বন্ধ করেনি। তাদের পরিবারে কন্যা সন্তানের প্রাথমিকের পর স্কুলে যাওয়ার ঘটনা এই প্রথম। সাথে তার মা মেসেলেক আর বাবা মার্কোর ছবি।