
সমন্বিত নীতি-কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি
কভিড-১৯ দীর্ঘায়িত হচ্ছে। সারা বিশ্বে একই অবস্থা। একটার পর একটা নতুন ভেরিয়েন্ট আসছে। মহামারি মোকাবেলা করতে সবাইকে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে এখন যে ভেরিয়েন্টটি এসেছে, খুব চ্যালেঞ্জিং। আমরা নিশ্চিত হতে পারছি না, ভবিষ্যতে কী ঘটবে। এই পরিস্থিতিতে কভিড মোকাবেলা এবং একই সঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার দুরূহ কাজটি যথেষ্ট বিবেচনার সঙ্গে করতে হবে। সংক্রমণের গতি কমাতে লকডাউন হলো চূড়ান্ত পদক্ষেপ। কিন্তু জীবন-জীবিকার ওপর এর নেতিবাচক প্রভাব রয়েছে। বর্তমান পরিস্থিতিতে লকডাউন তুলে নিলেই সমস্যার সমাধান খুব একটা হবে বলে মনে হয় না। অতএব বাস্তবতা মেনে নিয়ে এবং কভিডকে একটা দীর্ঘস্থায়ী সমস্যা মনে করেই আমাদের চলতে হবে, একে মোকাবেলা করতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে। এখন প্রয়োজন দ্রুততম সময়ে যথাযথ সরকারি নীতিমালা তৈরি এবং এর বাস্তবায়ন। এ কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও লোকজনকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। সমন্বিত, দ্রুত ও কার্যকর পদক্ষেপই সময়ের দাবি।