নীরব অস্ত্র স্ক্রিনশট, বাড়ছে জটিলতা
স্মার্ট যুগে আনস্মার্ট থাকাটা প্রায় অকল্পনীয় ব্যাপার। মানুষ সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়ে সমাজের সঙ্গে কিংবা দেশের সঙ্গে খাপ খাইয়ে চলে। পরিবর্তনই মানুষের ধর্ম আর সেখানে যদি হয় উন্নত প্রযুক্তির স্পর্শ, তাহলে মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক বিষয়। কারণ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্মার্ট যুগে আনস্মার্ট থাকাটা বড্ড বেমানান। তাই প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনীর স্বাদ পেতে মানুষ জ্ঞানবশত কিংবা অজ্ঞানবশত অনেক কিছুই ব্যবহার করছে। এখন একটি স্মার্টফোন হাতে থাকলে গোটা বিশ্বটাকে হাতের মুঠোয় রাখা যায়। সেই সুবাদেই প্রযুক্তির উদ্ভাবনে মানুষের স্মার্টফোন ব্যবহারে একদিকে আশীর্বাদ বয়ে আনছে যেমন- হ্রাস পেয়েছে শারীরিক পরিশ্রম, অন্যদিকে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা যেমন- মানসিক বিকৃতি।