ক্রান্তিকালে আলোর রেখা : করোনা মোকাবেলায় সাহসী পদক্ষেপ

কালের কণ্ঠ শেখর ভট্টাচার্য প্রকাশিত: ০৪ আগস্ট ২০২১, ১৭:৪০

ভরশ্রাবণে বাঙালি সাধারণত কিছুটা আবেগপ্রবণ হয়ে ওঠে। আকাশের দিকে আকুল হয়ে যখন তাকিয়ে থাকে, তখন অপূর্ব শ্রাবণধারা হৃদয়কে ব্যাকুল করে তোলে। মনের ভেতর ঘুরতে থাকে রবি ঠাকুরের হৃদয় হরণ করা শ্রাবণের সংগীত ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে/তোমারি সুরটি আমার মুখের ’পরে, বুকের ’পরে’ সাধারণত এ রকম প্রাকৃতিক পরিবেশে সংবেদনশীল মানুষের পক্ষে প্রকৃতির অনিন্দ্যসুন্দর রূপের প্রভাবের বাইরে যাওয়া খুব কঠিন। কিন্তু এবারের শ্রাবণ, এবারের বর্ষা এই কঠিনকে কোমল করে দিয়ে এক ভিন্ন আবহ নিয়ে এসেছে আমাদের সামনে। আকাশের অপরূপ মন-ভোলানো রূ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও