![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252Fe37b59a0-2794-4a43-b380-f2b82913d2c1%252FDead_Body_2.png%3Frect%3D0%252C227%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বাড়িতে মৃত্যুর ৬৫ শতাংশই জুলাইয়ে
প্রথম আলো
প্রকাশিত: ০২ আগস্ট ২০২১, ০৭:০৫
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মামুন হোসাইন। ২৯ জুলাই করোনা শনাক্ত হয় তাঁর। দুই দিনের মাথায় হাসপাতালে গিয়ে ভর্তি হতে না পেরে বাসায় ফিরে আসেন। রাতে শ্বাসকষ্ট বেড়ে যায় তাঁর। অক্সিমিটার দিয়ে মেপে দেখা যায়, রক্তে অক্সিজেনের মাত্রা ৫০–এর নিচে। শ্বাসকষ্ট বাড়তে থাকায় মধ্যরাতে বাসার কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে