You have reached your daily news limit

Please log in to continue


জয়ের জন্মদিনে দুস্থদের মাঝে খাবার বিতরণ ছাত্রলীগের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এসব বিতরণ করা হয়। এ সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আল নাহিয়ান খান জয় বলেন, প্রধানমন্ত্রীর পুত্র যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে যিনি বাংলাদেশকে সামনে নিয়ে যাচ্ছেন, আজ তার জন্মদিন। সেই উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের এই আয়োজন। আমরা চাই, তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজিব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে, আমরা বাংলাদেশ ছাত্রলীগও সবসময় সেভাবে কাজ করে যাবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন