একটি কভিড মৃত্যু ও অনেক শিক্ষা
‘রাত তিনটা, চাচীর শ্বাসকষ্ট বাড়তে থাকে। এর মধ্যে একটা নাম্বার থেকে আবার কলব্যাক করে, আর্জেন্ট হলে অক্সিজেন দেয়া যাবে, অনেক অনুনয় বিনয় করে চাইলাম, রাজি হল। কিন্তু খালি সিলিন্ডার নিবে না, ভরা সিলিন্ডার রিসিভ করবে শর্তে। হাসপাতালের পলিটিক্স না বুঝে রাজি হয়ে যাই। বললো ১৫ মিনিটে অক্সিজেন হাসপাতালের সামনে আসবে, খুশিতে দৌঁড়ে হাসপাতালে চলে যাই।’