দিল্লির চিঠি: বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাবালকত্ব
কূটনীতি কোনো স্থিতিশীল ধারণা নয়। পৃথিবীর সব কিছুর মতোই কূটনীতিও খুব গতিশীল এক ধারণা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র গঠনের পর থেকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। অনেক বাস্তবতা, অনেক নতুন নতুন অগ্রাধিকারের জন্ম হয়েছে। সেই সব বাস্তবতাভিত্তিক অগ্রাধিকারের রাজপথ ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আজ এক অভূতপূর্ব পরিণতমনস্কতায় পৌঁছাচ্ছে বলে বোধ হচ্ছে।