গরিবের হক যারা কেড়ে নেয়...

যুগান্তর মাহমুদ আহমদ প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ১৮:২৬

সবেমাত্র আমরা ঈদুল আজহা উদযাপন করেছি। যাদেরকে আল্লাহতায়ালা সামর্থ্য দিয়েছেন তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কুরবানি করেছেন এবং গরিব-অসহায়দের মাঝেও বণ্টন করেছেন। তাদের কুরবানির পশুর চামড়ার অর্থও হয়তো দান করা হয়ে গেছে বা এখনও করছেন।


কুরবানির চামড়ার অর্থের হকদার কেবলমাত্র গরীব অসহায় যারা রয়েছেন তারা। কিন্তু দেখা যায় প্রতিবছরই এক শ্রেণির অসাধু চামড়া ব্যবসায়ীরা গরীব-অসহায়ের হক কেড়ে নেয়। চামড়ার দাম কমিয়ে গরিবদের পেটে লাথি মারে। বড় বড় গরুর চামড়া নামমাত্র মূল্যে কিনে নেয়। 


দেড় লাখ টাকার গরুর চামড়া কেনা হচ্ছে ১০০ টাকায়। তারা একবারও ভাবেনা যে, আমরা যে কাজ করছি তা অন্যায়। কেননা এটি গরীবের হক। তাই আশা করি আগামীতে চামড়া ব্যবসায়ীরা এ বিষয়ে সতর্ক হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও