You have reached your daily news limit

Please log in to continue


বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটিতে কাজ করবেন সাড়ে ২১ হাজার কর্মী

কুরবানির পশুর বর্জ্য অপসারণ ২৪ ঘণ্টার মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। এ জন্য দুই সিটির হয়ে কাজ করবেন প্রায় সাড়ে ২১ হাজার কর্মী।

জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১১ হাজার ৫০৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রায় ১০ হাজার কর্মী ঈদের দিন থেকে বর্জ্য অপসারণ করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মো. তাজুল ইসলাম জানান, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে দুই লাখেরও বেশি পশু কুরবানি দেওয়া হচ্ছে। পশু কুরবানি দেওয়ার জন্য ৩০৭টি স্থানের ব্যবস্থা করা হয়েছে। আর কুরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য ডিএনসিসির নিজস্ব ২ হাজার ৬৬৭ জন এবং অন্যান্য বেসরকারি ব্যবস্থাপনাসহ মোট ১১ হাজার ৫০৮ জন কর্মী নিয়োজিত করা হয়েছে। ডিএনসিসির বাসিন্দারা বর্জ্য–সম্পর্কিত যেকোনো তথ্য ০২-৫৮৮১৪২২০, ০৯৬০-২২২২ ৩৩৩, ০৯৬০-২২২২ ৩৩৪—এই নম্বরগুলোয় ফোন করে জানাতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন