Coronavirus: করোনায় বাড়ছে অচেনা অসুখ, কী করে কান-নাক-গলার যত্ন নেবেন? বলছেন চিকিৎসক

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২১ জুলাই ২০২১, ১০:০৭

করোনার কারণে বেড়েছে অন্যান্য অসুখের পরিমাণও। যার কিছু চেনা, কিছু অচেনা। এই অসুখগুলি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আগামী দিনে? কী বলছেন চিকিৎসকেরা?


করোনা সংক্রমণের পরে মিউকরমাইকোসিস আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কোভিডের হাত ধরে আর কোন কোন জটিল অসুখ ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে? কান-নাক-গলার চিকিৎসক অর্জুন দাশগুপ্ত বলছেন, মিউকর বিরল অসুখ হলেও একেবারে অচেনা নয়। ‘‘পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিউকর সংক্রমণ ভারতেই হয়। ফলে এর চিকিৎসা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। তেমন ভাবেই কোভিড সংক্রমণের ফলে কান-নাক-গলায় যে ধরনের সমস্যা হচ্ছে, সেগুলির বেশির ভাগই আমাদের চেনা। যেমন বেড়েছে সাইনাসের সমস্যাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও