You have reached your daily news limit

Please log in to continue


ঈদুল আজহা: দূর হোক অন্তরের পশুত্ব

সমগ্র বিশ্ব এক বিশেষ সময় অতিবাহিত করছে। মহামারি করোনা মানুষের সাধারণ গতি পাল্টে দিয়েছে। এরই মধ্যে বিশ্ব মুসলিম উম্মাহ দ্বিতীয় বারের মত ঈদুল আজহা উদযাপন করছে। ঈদ আনন্দে ধনী-গরীব সবারই আশা থাকে পরিবারের লোকদের নিয়ে আনন্দময় সময় অতিবাহিত করার। কিন্তু এবারও হয়তো সাধারণ খেটে খাওয়া ও দরিদ্র শ্রেণির পক্ষে সম্ভব হবে না ঈদে পরিবারের জন্য বাড়তি কিছু করার।

হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির অনুসরণে মুসলিম উম্মাহ প্রতি বছর ১০ই যিলহাজ তারিখে পশু কুরবানি করে থাকে। ইসলামে এই যে কুরবানির শিক্ষা তা কি কেবল একটি পশু কুরবানির মধ্য দিয়েই সম্পন্ন হয়ে যায়? আসলে পশু কুরবানি করাটা হচ্ছে একটা প্রতীকীমাত্র। গরীব অসহায়দের সাথে নিয়ে যে আনন্দ উদযাপন করা হয় তাই মূলত আল্লাহপাকের কাছে গ্রহণীয় হয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন