You have reached your daily news limit

Please log in to continue


করোনায় পারিবারিক কলহ ও বাল্যবিয়ে বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে পারিবারিক কলহ ও বাল্যবিয়ে বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রোববার (১১ জুলাই) ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২১’ উপলক্ষে এক ভার্চুয়াল সভায় মন্ত্রী এ কথা বলেন। একই সঙ্গে করোনার মধ্যে ঘরে প্রসব বেড়েছে বলেও জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা জানি করোনার সময়ে প্রাতিষ্ঠানিক ডেলিভারি একটু কমেছে। মানুষ ক্লিনিক ও হাসপাতালে আসতে ভয় পায়। অভিভাবকরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে। হোম ডেলিভারি বা ঘরে প্রসবটাই বৃদ্ধি পেয়েছে। মাতৃ ও শিশু মৃত্যুহার যাতে বেড়ে না যায় আমাদের সেই চেষ্টা ছিল।’

তিনি আরও বলেন, ‘করোনার সময় ঘরে ডেলিভারি বেড়েছে এটা একটা বিষয়, বিশেষ করে দরিদ্র পরিবারে বাল্যবিয়ে বেড়েছে। পারিবারিক কলহও এই কারোনার সময়ে বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর সর্বত্রই এটি দেখা গেছে। নারী নির্যাতন বলেন, আর শিশুদের প্রতি অবহেলা, করোনার সময় বিশ্ব জুড়েই এটা বেড়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন