![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F5198e76c-8723-446d-8a16-f07bb9b8a659%252Fpalo_editorial.gif%3Frect%3D0%252C0%252C1248%252C655%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বিশ্ব জনসংখ্যা দিবস: প্রজনন স্বাস্থ্যের অধিকার ও পছন্দই মূল কথা
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা ইস্যুতে সচেতনতা বাড়ানো এবং এ-সংক্রান্ত পরিবেশ ও উন্নয়নের সম্পর্ককে লক্ষ্য রেখে এ দিবসটি ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করে আসছে। তবে ২০২১ সালের এ দিবস করোনাকালীন ২০২০ সালের ন্যায় হলেও অতীতের অন্যান্য সময়ের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন ও বৈচিত্র্যময় পরিবেশে পালন করতে হচ্ছে। গত প্রায় দেড় বছরে কোভিড-১৯ করোনাভাইরাস সমগ্র বিশ্বে মানুষের জীবনযাত্রার সব পর্যায়েই ব্যাপক প্রভাব বিস্তার করেছে। জনমিতিক প্রক্রিয়া-জন্ম, মৃত্যু ও স্থানান্তরও এর বাইরে নয়।