দুর্নীতিতেও রাজনীতিকদের হারিয়ে দিচ্ছেন আমলারা
আমাদের সৌভাগ্য আমরা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। যিনি সারাক্ষণ মানুষের কথা ভাবেন, মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন। তাঁর প্রচুর উদ্ভাবনী জনকল্যাণমুখী চিন্তা আছে। সে চিন্তা বাস্তবায়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব পায়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা প্রান্তিক মানুষের জন্য অভাবনীয় এবং সৃষ্টিশীল কিছু পরিকল্পনা হাতে নেন। তিনিই প্রথম বয়স্ক ভাতা, বিধবা ভাতা বাংলাদেশে চালু করেন। বাংলাদেশই তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে প্রথম যারা এ ভাতা চালু করে। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধে থাকা একটি দেশ দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য আর্থিক সহায়তার সাহসী সিদ্ধান্ত নিয়েছিল। শেখ হাসিনা ১৯৯৬-২০০১ সাল মেয়াদে কমিউনিটি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ এবং ঘরে ফেরার মতো যুগান্তকারী ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী’র কর্মসূচি হাতে নিয়েছিলেন। এই প্রতিটি উদ্যোগ অভূতপূর্ব, অনন্য এবং অসাধারণ। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিকগুলো ছাগল পালন কেন্দ্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প। ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন শেখ হাসিনা। দারিদ্র্য বিমোচনের সৃষ্টিশীল উদ্যোগগুলো আবার সচল হয়। উন্নয়ন সম্পর্কে আমাদের একটি ভুল ধারণা আছে। উন্নয়ন বলতে আমরা বুঝি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মেগা প্রজেক্ট। বাংলাদেশের মতো উন্নয়নের পথে হাঁটা দেশগুলোর জন্য মানবিক উন্নয়নের চেয়ে দৃশ্যমান উন্নয়ন অনেক গুরুত্বপূর্ণ। দৃশ্যমান মেগা উন্নয়ন ভোটের বাজারে মূল্যবান- এ রকম একটি মিথ তৃতীয় বিশ্বের দেশগুলোয় প্রচলিত। এজন্যই বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল নিয়ে যত হইচই হয়, ততটাই নীরবতা পালন করা হয় কমিউনিটি ক্লিনিক, কিংবা আশ্রয়ণ প্রকল্প নিয়ে। অথচ এ উদ্যোগগুলো সত্যিকারের মানবিক উন্নয়ন করছে। একটা সমতা এবং সাম্যের রাষ্ট্র বির্নিমাণে অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ স্বপ্নগুলো বাস্তবায়নে প্রায়ই অনীহা ও দায়সারাভাব লক্ষ্য করা যায়। অনেক সময় এসব ক্ষেত্রে দুর্নীতিরও অভিযোগ ওঠে। ভালো উদ্যোগ, সম্ভাবনাময় প্রকল্প দুর্নীতির ইঁদুর খেয়ে ফেলে। অথচ প্রধানমন্ত্রীর এ মানবিক উন্নয়নের উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকার অর্থে পাল্টে যেত।