কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পালকি যদি ডানে যায় দুলকি যায় বামে...

জাগো নিউজ ২৪ মোকাম্মেল হোসেন প্রকাশিত: ০৯ জুলাই ২০২১, ০৯:৫৮

আমাকে মুখটিপে হাসতে দেখে ভদ্রমহিলা বলে উঠলেন-
: ভাইজান! ইফ ইউ ডোন্ট মাইন্ড; কীজন্য হাসলেন, জানতে পারি কি?
হাসির কারণ বলা যাবে না। তার সাজগোজের অস্বাভাবিকতা আমার হাসির কারণ- এ কথা জানার পর ভদ্রমহিলার প্রতিক্রিয়া নিশ্চয়ই আমার জন্য সুখকর হবে না। খামাকা নাগিনীর লেজে পা দেয়ার দরকার কী? ঠোঁটে অমিমাংসিত হাসি ঝুলিয়ে রেখে আমি ভদ্রমহিলার নামের প্রশংসা করলাম।
প্রশংসায় আল্লাহপাক খুশি হন। আল্লাহপাকের মহব্বতের সৃষ্টি মানুষও খুশি হয়। ভদ্রমহিলা খুশি হলেন। লজ্জা মেশানো গলায় বললেন-


: আমার নামকরণের একটা ইতিহাস আছে, বলব?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও