ইবনে রুশদ ও রেনেসাঁর মাতৃদুগ্ধ
হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থে বার্ট্রান্ড উইলিয়াম রাসেল (Bertrand William Russell; 1872-1970) লিখেছেন, ‘পেশাদার দর্শনের অধ্যাপক ছাড়াও বিশাল সংখ্যক মুক্তচিন্তার অধিকারীদের বলা হলো Averroists বা রুশদবাদী; বিশেষ করে প্যারিস বিশ্ববিদ্যালয়ে রুশদের অনুরাগীর সংখ্যা ছিল বিপুল।’
সুধীসমাজে তার মতবাদ বরিত হওয়ায় পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল রুশদবাদ। সমুদ্র পেরিয়ে তা ইংল্যান্ডেও সৃষ্টি করে কম্পন।