আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
বাংলাদেশ এখন এক অনিবার্য নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি। সবাই জানতেন করোনার তৃতীয় ঢেউ আসবে এবং আগের দুটি ঢেউয়ের চেয়ে যে তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা বেশি হবে, এটাও কারো অজানা ছিল না। করোনারি ঢেউ এখন সুনামির মত ধেয়ে আসছে। মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে।
টানা আটদিন শতাধিক মৃত্যুর ঘটনায় মনে হচ্ছে, করোনার কাছে অসহায় আত্মসমর্পণ ছাড়া বুঝি আমাদের আর কিছু করার নেই। সরকার নানা উদ্যোগ, চেষ্টার কথা বলেন। কিন্তু করোনার ঢেউ এসে যেন ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। প্রতিরোধের সব বাঁধই যে বালিতে তৈরি।