কোভিড রোগীর সংস্পর্শে আক্রান্ত বিড়াল ও কুকুর
করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এলে তার পোষা বিড়াল ও কুকুরের শরীরে ভাইরাসটি সংক্রমিত হবে বলে জানিয়েছে নেদারল্যান্ডের এক দল গবেষক। বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, গবেষণায় দেখা গেছে নেদারল্যান্ডের ১৯৬টি পরিবার যেখানে করোনা সংক্রমণ ধরা পড়েছিল, তাদের পোষা ৩১০টি প্রাণীর করোনা নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাতে ৬টি বিড়াল এবং ৭টি কুকুর করোনা পজেটিভ হয়েছে। আর ৫৪টির শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে।
এই ফলাফলের পর নেদারল্যান্ডের ইউট্রেচট ইউনিভার্সিটির ডা. এলস ব্রোয়েনস বলেছেন, ‘যদি আপনাদের মধ্যে কেউ কোভিড আক্রান্ত হয়ে থাকেন, আপনারা এখনই পোষা বিড়াল এবং কুকুর থেকেও দূরত্ব বজায় রেখে চলুন।