টিকটক, লাইকি, পাবজিরই কি সব দোষ?
বাংলাদেশে গত বছর থেকে ‘টিকটক’ আলোচনায়। টিকটক কি? সে সম্পর্কে বিস্তারিত না জেনেও দেশের আমজনতা একটি ধারণা তৈরি করতে পেরেছে। সেটি হচ্ছে একদল অল্পবয়স্ক উদ্ভট দর্শন বালক-বালিকা স্মার্টফোনের ক্যামেরায় ততোধিক উদ্ভট মিউজিক ও ভিডিও নির্মাণ করে। তারপর ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। এই উদ্ভট কর্মকাণ্ডের অসংখ্য ভোক্তা আছে।