২০শে জুন বিশ্ব শরণার্থী দিবস

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২০ জুন ২০২১, ২০:১৯

রবিবার, বিশ্ব শরণার্থী দিবস পালিত হচ্ছেI জাতিসংঘ সংস্থা, এই দিনটিতে শরণার্থীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেI জাতিসংঘের শরণার্থী সংস্থা বা UNHCR জানায়, শরণার্থীদের দুঃখ-দুর্দশার প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং তাদের জীবন গড়ায় সহনশীলতার স্বীকৃতিতে দিনটি পালন করা হয়I


প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "এদিন আমরা আমাদের মানবিক ত্রান তৎপরতার সহায়তায় শরণার্থীদের দুঃখ-দুর্দশা লাঘবের প্রতি আমাদের পবিত্র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করিI এছাড়াও শরণার্থীরা যে সংঘাতের কারণে নিরাপত্তার খোঁজে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন, আমরা সেই সংঘাত বন্ধে আমাদের কূটনৈতিক প্রয়াস বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে থাকি"I

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও