জানি বর্ষাকাল, ভাবি বর্ষণমুখর
একটি ছোট্ট প্রবন্ধ পড়েছিলাম যার শিরোনাম প্রাবৃট। লেখাটির বিষয়ে কিছু মনে নেই প্রায়, শুধু ওই শিরোনামাটা মনে আছে। যখন পড়েছিলাম প্রাবৃট শব্দের অর্থ জানতাম না সেদিন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে শব্দটা মনে থেকে গিয়েছে। পরে যখন শব্দটির অর্থ জেনেছি, তখনো অভিধানের পাতা উলটাতে গিয়ে আমার মনে পড়েছে সংবাদ সাময়িকীর পাতায় শিল্পী যে ছাঁচে ওই শব্দটি লিখেছিলেন সেটি। সংবাদ তখন লেটার টাইপে ছাপা হয়। সাহিত্য সাময়িকী একরঙা। লেখাটি ছাপা হয়েছিল সাময়িকীর শুরুর লেখা হিসেবে। লেখকের নাম, স্মৃতিতে আজও ওই ছোট্ট শিরোনামার নিচে যেভাবে ছাপা হয়েছিল সেই কারণে মনে ভাসে, আবুল মোমেন।
- ট্যাগ:
- মতামত
- বাংলা সাহিত্য
- বর্ষা
- বর্ষাকাল