You have reached your daily news limit

Please log in to continue


পরীমনি, আদনান ও সিলেক্টিভ প্রতিবাদ

১৩ জুন ২০২১ গভীর রাতে যখন ফেসবুক খুলি, দেখি এক বন্ধু মেসেঞ্জারে জানতে চেয়েছে- ‘পরীমনির কী হয়েছে? লাইভ দেখলাম। প্রেস কনফারেন্সে দেখলাম নাসির তাকে ধর্ষণ ও হত্যা করতে চেয়েছে বোট ক্লাবে।’ আমি একটু বিরক্তই হয়েছিলাম, প্রথমত আমি কিছু জানি না তখনও। আর সে যদি প্রেস কনফারেন্স দেখেই থাকে আমার কাছে কেন জানতে চাচ্ছে বরং আমাকে ঘটনা শেয়ার করতে পারে। তাকে বললাম যে নিউজটা চোখে পড়লে পড়ে জানাবো।

পরে দেখলাম আমার বন্ধুদের অনেকে ফেসবুকে পরীমনি পরীমনি করছে। খবর পড়তে গিয়ে দেখলাম, অভিযুক্ত এই নাসির ইউ আহমেদ আমার পরিচিত, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। আমার ফেসবুকেও ফ্রেন্ড হিসেবে আছেন তিনি। উনার ওয়ালে এ-সংক্রান্ত কোনো বক্তব্য আছে কিনা চেক করলাম। না, নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন