কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বজ্রপাতে মৃত্যু ও তালগাছ প্রযুক্তি

দেশ রূপান্তর চিররঞ্জন সরকার প্রকাশিত: ১৪ জুন ২০২১, ১২:২৭

বর্ষা মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় মৌসুমি বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে। চলতি মাসের প্রথম ৬ দিনেই মারা গেছেন ৭২ জন। গত আড়াই মাসে দেশে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। আমাদের দেশে করোনা, সড়ক দুর্ঘটনার মতো বজ্রপাতে মৃত্যু বর্তমানে মহামারীর রূপ ধারণ করেছে। বিশেষত বজ্রপাত থেকে মাথা রক্ষা করাটাই সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বজ্রপাতের শিকার মানুষদের বড় অংশই কৃষক, যারা সবার মুখে অন্ন তুলে দিতে মাঠে যান। সেখানেই মরে পড়ে থাকেন। বজ্রপাতে এত বিপুলসংখ্যক মানুষের করুণ মৃত্যুর পরও বিষয়টি খুব একটা দৃষ্টি কাড়তে পারছে না ঊর্ধ্বতন মহলের। দেশে করোনাভাইরাসে মৃত্যুর খবর যেভাবে গণমাধ্যম বা সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়েছে, সে রকম গুরুত্ব পাচ্ছে না বজ্রপাতে মৃত্যু। অথচ বজ্রপাতপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। কিন্তু সেই হিসেবে প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও