বশেমুরকৃবির স্বাতন্ত্র্য টিকে থাকুক
অসংখ্য উচ্চফলনশীল ফল ও ফসলের জাত উন্নয়নের কারিগর কৃষিবিজ্ঞানীর নাম এম এ খালেক মিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) প্লান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিথযশা এই শিক্ষক ও গবেষক সম্পর্কে আগেই জেনেছিলাম তার সহকর্মীদের থেকে।
২০১২ সালের অক্টোবরে গবেষণায় উদ্ভাবিত একটি নতুন জাতের ফসলের সাফল্য সরেজমিন দেখতে গিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে। সামনাসামনি দেখা এবং কথা বলার সময় শ্রদ্ধায়-ভক্তিতে মাথা নুইয়ে এলো। এমন অসাধারণ যার গবেষণা সাফল্য, ঈর্ষণীয় একাডেমিক ক্যারিয়ার যার ব্যক্তিজীবনে, তিনি ততটাই আড়ম্বরহীন, স্বল্পবাক!