![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/06/10/image-250493-1623310616.jpg)
রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়ছেই
করোনার ‘নতুন হটস্পট’ রাজশাহীতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬৯ জনের করোনা পজেটিভ এসেছে। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ এবং রামেক হাসপাতাল দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়।