![](https://media.priyo.com/img/500x/https://www.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_2/public/feature/images/corona_dead_body_logo.jpg?itok=MIAPahPn)
রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনা পজিটিভ ছিলেন। আজ সোমবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মারা যাওয়া সাত জনের মধ্যে তিন জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে এবং বাকিদের একজনের বাড়ি রাজশাহী, একজনের নাটোর, একজনের নওঁগা ও একজনের পাবনায়।’