সাবসক্রিপশন সার্ভিস চালু করল টুইটার
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ০৪ জুন ২০২১, ১২:০৭
সাবসকরিপশন সার্ভিসে বেশ কিছু নতুন বিষয় যোগ করেছে টুইটার। সেই নতুন বিষয়গুলি পেতে চাইলে পয়সা দিতে হবে। ক্যানাডায় সাড়ে তিন ডলার এবং অস্ট্রেলিয়ায় সাড়ে চার ডলার।
টুইটারের ব্লু সাবসক্রিপশন সার্ভিসের নতুন বিষয়গুলির মধ্যে আছে 'আনডু বাটন'। কোনো টুইট করার ৩০ সেকেন্ডের মধ্যে তা 'আনডু' করা যাবে। তা হলে তা আর প্রকাশিত হবে না। একটি 'রিডার মোড'-ও থাকবে, যেখানে টুইট পড়া আরো সহজ হবে। তাছাড়া কালার থিমও ব্যবহার করা যাবে।