মার্কিন প্রেসিডেন্ট তার শীর্ষ বিনিয়োগকারীদের জন্য দুটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরই বেড়েছে ডনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোমুদ্রার দাম।
ট্রাম্পের মিম কয়েনের ওয়েবসাইট বলছে, ২২০ জন শীর্ষ বিনিয়োগকারীকে ২২মে প্রেসিডেন্ট নৈশভোজে আমন্ত্রণ জানাবেন। আর একে ‘বিশ্বের সেরা এক্সক্লুসিভ আমন্ত্রণ’ হিসাবে বর্ণনা করেছে ওয়েবসাইটটি।
ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্ম কয়েনবেইস অনুসারে, এ ঘোষণার পরই ট্রাম্প ক্রিপ্টোমুদ্রার দাম বেড়েছে ৭০ শতাংশেরও বেশি। তবে জানুয়ারিতে উন্মোচনের পরই ডিজিটাল মুদ্রাটির দাম রেকর্ড ৭৪ ডলারে পৌঁছেছিল, সে তুলনায় মুদ্রাটির দাম এখনও এর নিচে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ট্রাম্পের সঙ্গে যোগ রয়েছে এমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হাতে চালু হওয়া বেশ কয়েকটি ক্রিপ্টো সংশ্লিষ্ট উদ্যোগের মধ্যে এ ডিজিটাল মুদ্রাটি অন্যতম, যেটি চালুর সময় নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি।
ট্রাম্প মিম কয়েনের ওয়েবসাইটে আরও উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে’ এই গালা নৈশভোজের পাশাপাশি শীর্ষ ২৫ জন কয়েনধারীর জন্য ‘প্রেসিডেন্টের সেরা এক্সক্লুসিভ প্রাইভেট ভিআইপি সংবর্ধনা’ও থাকবে।