You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুক মার্কেটপ্লেসে পছন্দের পণ্য খুঁজবেন ও কিনবেন যেভাবে

বর্তমান ডিজিটাল যুগে অনলাইন শপিং হয়ে উঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য এনেছে একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম—ফেসবুক মার্কেটপ্লেস। এটি এমন এক ডিজিটাল বাজার, যেখানে আপনি নানান ধরনের পণ্য সহজেই খুঁজে কিনতে পারেন, আবার নিজের ব্যবহৃত বা নতুন পণ্য বিক্রিও করতে পারেন।

ফেসবুক মার্কেটপ্লেস কী

ফেসবুক মার্কেটপ্লেস হলো একটি অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্ম, যা সরাসরি ফেসবুক অ্যাপে পাওয়া যায়। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন ক্যাটাগরির পণ্য, যেমন—ইলেকট্রনিকস, গৃহস্থালি জিনিসপত্র, পোশাক, গাড়ি, জমি, এমনকি চাকরির বিজ্ঞাপনও দিয়ে থাকে। এটি ব্যবহার করা একেবারে সহজ এবং ফেসবুক প্রোফাইলের মাধ্যমেই পরিচালিত হয়, যার ফলে বিক্রেতা বা ক্রেতার পরিচয় সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়।

ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য খুঁজবেন ও কিনবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে ফেসবুকে লগইন করুন।

২. এখন ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে বা তিন ডট মেনুতে ট্যাপ করুন। এই অপশনটি আইফোনের নিচের ডান দিকে থাকবে।

৩. এখন মেনু থেকে ‘মার্কেটপ্লেস’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৪. এবার পণ্য খোঁজার জন্য ওপরের দিকে থাকা সার্চ আইকোনে ট্যাপ করুন এবং পছন্দ অনুযায়ী পণ্যের নাম টাইপ করুন।

৫. এ ছাড়া ক্যাটাগরি অনুযায়ী পণ্য দেখতে পারেন। এ জন্য ওপরের দিকে থাকা ক্যাটাগরি অপশনে ট্যাপ করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন