ভিডিও নির্মাতাদের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে প্রযুক্তি কোম্পানি মেটা। গত সপ্তাহে ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ উন্মোচনের কথা জানিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমে অ্যাপটি এখন বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য। ব্যবহারকারীরা বলছেন, অ্যাপটি বাইটড্যান্সের জনপ্রিয় ভিডিও সম্পাদনা অ্যাপ ক্যাপকাটের মতো।
অ্যাপটির ফিচারগুলো প্রাথমিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে ভবিষ্যতে কিছু পেইড ফিচার যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।
মেটা গত জানুয়ারিতে প্রথম জানিয়েছিল যে প্লাটফর্মটি এডিস অ্যাপ নিয়ে কাজ করছে। ওই সময় যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় বাইটড্যান্স মালিকানাধীন ক্যাপকাট সাময়িকভাবে মার্কিন অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। যদিও ক্যাপকাট এখন আবার ডাউনলোড করা যাচ্ছে, তবে দেশটিতে টিকটকের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ফলে তাদের মতে, ক্যাপকাটের সম্ভাব্য অনুপস্থিতির সুযোগ নিতে প্রস্তুতি নিচ্ছে মেটা।
মেটা ও ইনস্টাগ্রাম বলছে, তাদের বিশ্বাস যে বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মাতারা শর্ট ভিডিও তৈরির জন্য এখন থেকে ক্যাপকাটের পরিবর্তে অ্যাপটি ব্যবহার করবে।