
প্রযুক্তির ঢেউয়ে ডুবে যায় ডিভিডির সোনালি দিন
একটা সময় বিকালের অবসরে কিংবা ছুটির দিনে বাসার টেলিভিশনে সিডি চালিয়ে সিনেমা দেখাটা ছিল অনেকের কাছে এক ধরনের আনন্দময় রুটিন। শহরের অলিগলিতে ছিল অসংখ্য ভিডিও দোকান, যেখানে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা বা বিদেশি গানের সিডি ভাড়ায় পাওয়া যেত। দোকানের সামনে সারি সারি সিডি ডিসপ্লে করে রাখা থাকত, সিনেমাপ্রেমীরা আগ্রহভরে দেখে পছন্দেরটি বেছে নিতেন। কেউ কেউ আবার প্রিয় সিনেমা বা গানের সিডি সংগ্রহ করে ঘরের তাক সাজাতেন। কিন্তু প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব দৃশ্য এখন শুধুই অতীত।
বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগের সহজলভ্যতার কারণে বিনোদনের মাধ্যমেও এসেছে বিপুল পরিবর্তন। এখন আর কেউ আলাদা করে সিডি বা ডিভিডি চালিয়ে গান বা সিনেমা দেখার ধৈর্য রাখে না। ইউটিউব, নেটফ্লিক্স, হইচই, অ্যামাজন প্রাইম কিংবা স্পটিফাইয়ের মতো অনলাইন প্ল্যাটফর্মে এক ক্লিকে যে কোনো গান বা সিনেমা দেখা যায়। ফলে সিডি বা ডিভিডি প্লেয়ারের প্রয়োজনীয়তা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। এই পরিবর্তন যেমন সময়ের দাবি, তেমনি পুরোনো দিনের সঙ্গে এক ধরনের সম্পর্ক ছিন্ন হওয়ার অনুভূতিও এনে দেয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- তথ্যপ্রযুক্তি
- প্রযুক্তি