জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। অসুস্থতার কারণে বর্তমানে মামলা দুটির সাজা সরকারের নির্বাহী আদেশে স্থগিত রয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে রয়েছে আরও ৩৪টি মামলা। হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, রাষ্ট্রদ্রোহসহ দুর্নীতি ও মানহানিকর বক্তব্যের অভিযোগে বিভিন্ন সময় এসব মামলা দায়ের হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সবগুলো মামলার বিচারকাজ স্থগিত কিংবা বন্ধ রয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, করোনা শেষে নিয়মিত আদালতে বিচারকাজ স্থগিত থাকা মামলাগুলো শুনানির উদ্যোগ নেওয়া হবে।
মামলাগুলোর মধ্যে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো, গ্যাটকো ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলা তিনটি অভিযোগ গঠনের পর্যায়ে ছিল। কিন্তু করোনার কারণে শুনানি বন্ধ হয়ে যায়। এখনো শুনানি বন্ধ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, ‘নাইকো, গ্যাটকো ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলা অভিযোগ গঠনের পর্যায়ে আছে। করোনার কারণে শুনানি স্থগিত আছে। নিয়মিত আদালত চালু হলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেব। আমাদের প্রস্তুতি রয়েছে।’
You have reached your daily news limit
Please log in to continue
খালেদা জিয়ার বাকি ৩৪ মামলার কী হবে?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন