তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান, বিএনপির ভবিষ্যৎ কোন পথে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দলের ভেতরে-বাইরে চলছে তুমুল আলোচনা।


বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র চলছে, যার পেছনে দেশি-বিদেশি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। তবে স্লোগানের পেছনে শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণ ও হত্যা—এ ধরনের গুরুতর অভিযোগও একটি বড় ভূমিকা রাখছে।


স্লোগানের উৎস ও বিতর্কের গভীরতা


তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান এসেছে ইসলামপন্থি দল, বিএনপির প্রাক্তন শরিক, শিক্ষার্থীদের একাংশ এবং কিছু অসন্তুষ্ট রাজনৈতিক অংশ থেকে। রাজনৈতিক মহল মনে করছে, দেশের বাইরে থেকেও কয়েকজন ব্যক্তি এই পরিস্থিতি কাজে লাগিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।


দলের অভ্যন্তরে নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণ ও হত্যাসহ গোষ্ঠীগত সহিংসতার মতো নানান অভিযোগ রয়েছে, যা সরাসরি এই স্লোগানের উৎস হিসেবে কাজ করছে।


নেতাকর্মীদের অব্যাহত অপকর্ম ও দলের ভাবমূর্তি


বিভিন্ন সূত্র বলছে, দলের অভ্যন্তরে কেউ কেউ নিজেদের স্বার্থে রাজনৈতিক পদ ব্যবহার করে সাধারণ মানুষের জমি-জমা দখল, ব্যবসায়িক চাঁদাবাজি ও স্থানীয় প্রতিপক্ষকে হত্যাসহ নানান অপরাধে জড়িত। এ অভিযোগের পেছনে অনেক সময় তারেক রহমানের সান্নিধ্য বা তার দলের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও