
এবার ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
নির্বাচন কমিশনের নিবন্ধন শর্ত পূরণ হবে কিনা, তা এখনও নিশ্চিত না হলেও প্রতীক বরাদ্দ পেতে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তিনটি প্রতীক পছন্দের তালিকায় থাকার পরেই এবার সরব হয়েছে আরও দুটি দল।
নিবন্ধন প্রত্যাশী এনসিপি তাদের দলীয় প্রতীকের অগ্রাধিকারে রেখেছে ‘শাপলা’। ২২ জুন নিবন্ধন আবেদন জমা দেওয়ার সময় শাপলা’র সাথে আরও দুটি প্রতীক ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ চেয়েছে দলটি।
এর আগেই ১৭ জুন নিবন্ধিত দল নাগরিক ঐক্য তাদের ‘কেটলি’ প্রতীক পরিবর্তন চেয়ে শাপলা ও দোয়েল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন ‘শাপলা’ মার্কা তাদের প্রতীক তালিকায় না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এনসিপি বলেছে, আরও দুটি প্রতীক পছন্দ থাকলেও শাপলা ছাড়া তাদেরও কোনো বিকল্প নেই। প্রয়োজনে রাজনৈকিভাবে লড়বে।
এরইমধ্যে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীক তাদের বরাদ্দের জন্য আগেও আবেদনের বিষয়টি নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ) ও জনস্বার্থে বাংলাদেশ।
সোমবার জনস্বার্থে বাংলাদেশ এর প্রেসিডেন্ট মো. বাবুল হোসেন মোবাইল প্রতীক এনসিপিকে বরাদ্দ না দেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদন করেছেন।